Published : 09 Jun 2025, 06:05 PM
চামড়ায় দেরিতে লবণ দেওয়ার কারণে এবার কোরবানির পশুর চামড়ায় কাঙ্ক্ষিত দাম অনেকেই পাননি বলে শিল্প মন্ত্রণলায়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন।
তিনি বলেছেন, “আমরা ত্রিশ হাজার মেট্রিক টন লবণ দিয়েছি। তবুও কিছু জায়গায় চামড়াতে লবন ঠিকমতো না লাগানোর কারণে চামড়া নষ্ট হয়েছে। কোরবানির
পশুর চামড়ায় অনেকে কাঙ্ক্ষিত দাম পাননি।”
সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক চামড়া শিল্প নগরী ট্যানারির হলরুমে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ট্যানারিতে চামড়া সংগ্রহ নিয়ে শিল্প উপদেষ্টা বলেন, “এবার সাভারের বিসিক শিল্প নগরী ট্যানারিতে তিন লাখ ৭৮ হাজার কোরবানির পশুর চামড়া এসেছে। ঢাকাসহ সারাদেশে আরও সাত লাখ পঞ্চাশ হাজারেরও বেশি চামড়া রয়েছে। সেগুলো আগামী কয়েক দিনের মধ্যেই ট্যানারির কারখানাতে ঢুকবে।
“সরকার চেষ্টা করেছিল এবার চামড়া সংগ্রহটা যেন ভালোভাবে হয়। চামড়ার মূল্যটা আমরা যতদূর সম্ভব যেভাবে নির্ধারিত করেছি সেই ভাবে যেন পায়। সরকার চামড়া শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে।”
শিল্প উপদেষ্টা বলেন, “সরকার চামড়া শিল্পের সখ্যমতা বাড়াতে চায়। চামড়া যেন নষ্ট না হয় এজন্য ট্যানারিতে কাঁচা চামড়া ওয়েট ব্লু চামড়া রপ্তানীর সিদ্ধান্ত নিয়েছে।
শিল্প টিকিয়ে রাখতে যা করার দরকার সব করা হবে বলে জানান তিনি।
ট্যানারি শিল্পে খারাপ অবস্থার জন্য বিগত সরকারকে দায়ি করে আদিলুর বলেন, “ট্যানারি শিল্পতে খারাপ অবস্থার কারণে আগের সরকারের সময় যারা দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তাদেরকে দুর্নীতি দমন কমিশন দুদক ডাকছে।
“এটা ১৭ সালের সরকার না এটা গণঅভ্যুত্থানের সরকার। এর আগে যে সরকার উল্টো কাজ করেছে, তাই পালিয়ে গেছে। এই সরকার যা করার দরকার তাই করবে। ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার আধুনিক করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে।”
এ সময় বাংলাদেশ ফিনিস লেদার, লেদার গুডস অ্যান্ড ফুড ওয়ার এক্সপোর্ট অ্যসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ ভুইয়া, ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ, সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকারসহ বিভিন্ন ট্যানারি কারখানার মালিক ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তকর্তারা উপস্থিত ছিলেন।