Published : 26 May 2025, 11:18 PM
কুষ্টিয়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে অংশ নেওয়া মানুষজন ভূমি ও পৌরসভার সেবা নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ করেছেন।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা’- এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকাল সাড়ে ৯টায় থেকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ গণশুনানি শুরু হয়। চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে গণশুনানিতে অংশ নেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ।
এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সকালেই পরিপূর্ণ হয়ে উঠে শিল্পকলা মিলনায়তন। জেলা প্রশাসন, ভূমি কার্যালয়, সাব রেজিস্ট্রি কার্যালয়, স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, সড়ক ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরের দুর্নীতি সংক্রান্ত প্রায় ৬৫টি অভিযোগ করেন মানুষজন।
দুদক কমিশনাররা এসব অভিযোগের মধ্যে যেগুলি নিষ্পত্তিযোগ্য সেগুলি নিষ্পত্তি এবং গুরুত্ব বিবেচনায় অভিযোগের তদন্তের আদেশ দেন।
দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, “ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্যমূলক হেয় বা পরাজিত করে মজা নেওয়া দুদকের উদ্দেশ্য নয়। বরং দেশের বিদ্যমান সম্ভাবনার যে দ্বার খুলেছে সেটাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দুর্নীতির লাগাম ধরতে কাজ করে যাচ্ছে দুদক।”