Published : 20 Jan 2024, 10:31 AM
দিনাজপুরে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে হাড় কাঁপানো শীত। ১২ দিন পর সূর্যের দেখা মিললেও শীতের প্রকোপ কমেনি।
বৃহস্পতিবার তাপমাত্রা হঠাৎ করেই ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার পর শুক্রবার কিছুটা বাড়ে। তবে শনিবার আবার তাপমাত্রা নেমে গেছে।
তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।”
শুক্রবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কিছুটা কমলেও শীতের দুর্ভোগ কমেনি।
তীব্র শীতের কারণে সবচেয়ে কষ্টের মধ্যে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে ঠান্ডার মধ্যে অনেকে নির্মাণকাজ বন্ধ রাখায় শ্রমিকরা কাজ পাচ্ছেন না।
তীব্র শীতে লোকজন ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানায় জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে।