Published : 08 Oct 2022, 11:17 PM
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টারকে হুমকি দেওয়ার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৫টার দিকে শহরের রেলওয়ে হকার্স মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বগুড়া রেলওয়ে ফাঁড়ির (জিআরপি) ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান।
গ্রেপ্তার প্রসেনজিৎ রায় সঞ্জিত (৩৮) বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এসআই আমিনুল ইসলাম জানান, স্টেশন মাস্টারকে হুমকি দেওয়ার মামলায় সঞ্জিত প্রধান আসামি। গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে; রোববার আদালতে সোপর্দ করা হবে।
মামলার নথি থেকে জানা যায়, ২৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক বগুড়া রেলওয়ে স্টেশনে ডিউটি অফিসারের কক্ষে প্রবেশ করে স্টেশন মাস্টার আব্দুল মান্নানকে হুমকি দেয়। যুবকরা কক্ষে প্রবেশ করেই অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রেল কর্মচারী রায়হান কোথায় জানতে চায়। রায়হান তখন অফিসে ছিলেন না।
তখন যুবকরা, রায়হান ও তার বাবা রেল কর্মচারী হায়দার আলী এবং রেল সুপার সাজেদুর রহমান সাজু যেন স্টেশনে না আসেন এজন্য হুমকি দেয়। এরপর তারা টেবিলে জোরে জোরে আঘাত করে চলে যায়।
এ ঘটনায় বগুড়া রেল সুপার সাজেদুর রহমান সাজু বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রসেনজিৎ রায় সঞ্জিতসহ তিনজনের নাম উল্লেখ করা হয়।
বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারি নাসিম বলেন, “ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। সঞ্জিত যদি অপরাধ করে থাকে তাহলে আইনিভাবে তার বিচার হবে। পাশাপাশি সাংগঠনিকভাবে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”