Published : 06 Apr 2023, 04:30 PM
গাজীপুরের টঙ্গী উপজেলায় ‘ডাকাতির প্রস্তুতি’র সময় দেশি অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার মধ্যরাতে শিলমুন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- টঙ্গী উপজেলার আমতলী এলাকার সেন্টু মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯), কাপাসিয়া উপজেলার তিলগুনিয়া গ্রামের মনির হোসেনের ছেলে হাসান রিয়াজ (১৯), কালীগঞ্জ উপজেলার বান্দাগড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আরিফ হোসেন (২২), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে জিসান (১৯), শেরপুর সদর উপজেলার দুরিপাড়া গ্রামের আব্দুর রবের ছেলে নাহিদ (১৯), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিলাটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব (২৩) এবং গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরই গ্রামের শাহজালাল খানের ছেলে ইয়াছিন আরাফাত (২৩)।
ওসি আশরাফুল জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সাতটি ছুরি উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরীর স্টেশন রোড ও নতুন বাজারসহ মহাসড়কে অস্ত্রের মুখে যাত্রী ও পথচারীদের জিম্মি করে মোবাইল ফোন, টাকা, স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।