Published : 06 May 2025, 02:01 PM
কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবি’র শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সোয়া এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারের মোড়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
এতে দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ফাতেমানগর ও ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে। সোয়া এক ঘণ্টার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।