Published : 29 Jan 2025, 05:30 PM
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান।
মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “এক টোকাই সকালে বোতল কুড়াতে গিয়ে ডোবায় লাশটি ভাসতে দেখে পাশের মাস্টার প্লাজার নিরাপত্তা প্রহরীকে জানায়। পরে ওই প্রহরী জরুরি সেবা নম্বর-৯৯৯ এ কল করে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”
তিন থেকে চার দিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
তিনি বলেন, “কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত না। এ ঘটনায় আশুলিয়ায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”