Published : 12 Jun 2025, 07:09 PM
লালমনিরহাটের আদিতমারী উপজেলা সীমান্ত এলাকা থেকে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। পরে পুলিশ তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার দিঘলটারী বিওপির একটি টহল দল তাদের আটক করে বলে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান।
আটকরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ধ্বনিরাম গ্রামের বাসিন্দা মো. ওবায়দুর রহমান (৪৫), তার স্ত্রী মোছা. মাহমুদা (৪০) এবং তাদের পাঁচ সন্তান।
বিজিবি অধিনায়ক বলেন, আটকদের আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় আত্মীয়-স্বজনের উপস্থিতিতে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং মুচলেকা গ্রহণের মাধ্যমে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, আটকদের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের কোনো প্রমাণ না পাওয়ায় আইনি জটিলতা ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হবে।