Published : 16 Oct 2023, 06:49 PM
ঘাট মেরামতের দুই দিন পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি পারাপার শুরু হয়েছে। এতে পরিবহন সংশ্লিষ্ট মানুষ ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।
সোমবার সকাল ৭টায় ১০টি পরিবহন নিয়ে ‘ফেরি কুঞ্জলতা’ রৌমারী ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
তিনি বলেন, শনিবার বিকালে রৌমারী ফেরিঘাটে নদীর স্রোতে পন্টুনের র্যামের নিচের মাটি ধসে যায়। এতে যাত্রী নামতে পারলেও নোঙর করা ফেরির পণ্যবাহী ট্রাক আটকা পড়ে যায়। পাশাপাশি ঘাটে আটকা পড়ে প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক।
এতে ভোগান্তিতে পড়ে দুই পাড়ের প্রায় শতাধিক ট্রাক; পরে নৌ-ঘাটের মেরামত কাজ শেষ করলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান বিআইডব্লিউটিসিয়ের এ কর্মকর্তা।
প্রফুল্ল চৌহান আরও বলেন, রৌমারী ঘাটের মাটি ধসে যাওয়ায় সাময়িক ফেরি চলাচল বন্ধ ছিল। ঘাট মেরামত শেষে সকাল থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর গত ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদ দিয়ে চিলমারী নৌবন্দরে ফেরি চালু হয়। এর উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এতে কুড়িগ্রামসহ উত্তরের জেলার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।