Published : 20 Apr 2025, 01:48 PM
চাঁদপুর সদর উপজেলায় আগুন লেগে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে শনিবার রাত আড়াইটায় এ অগ্নিকাণ্ড ঘটে।
পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে বলে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান।
তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাতে ফায়ার সার্ভিস বলছে, প্রথমে একজন অটোরিকশা চালক বাজারে আগুন দেখেন। পরে অন্যদের জানাতে এলাকায় মাইকিং এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে গেছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, ফার্মেসি, মাইক ও ব্যাটারি দোকান ও টেইলার্স রয়েছে।
আগুনে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করলে বলা যাবে।”