Published : 01 Jun 2025, 11:58 PM
কিশোরগঞ্জে আইএফআইসি ব্যাংকের কুলিয়ারচর শাখায় ব্যবস্থাপকসহ সব কর্মীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কথা বলছে পুলিশ।
রোববার দুপুরের দিকে ‘হাবিব কমপ্লেক্স’ ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, পুলিশ সবাইকে উদ্ধার করে বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের বরাতে পুলিশ পুলিশ বলছে, প্রতিদিনের মতো সকালে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টার দিকে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ অন্য ছয় কর্মকর্তা-কর্মচারী হঠাৎ করে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন।
ঘটনাস্থল পরিদর্শনের পর কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, “আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। কী কারণে এমনটি হয়েছে, তা ব্যাংকের যারা অসুস্থ, তারা সুস্থ হলে জানা যাবে।
“প্রাথমিকভাবে বিষয়টি ফুড পয়জনিং বা কক্ষের ভেতরে জমে থাকা গ্যাসের কারণে হতে পারে। ব্যাংকের ভেতরে রাসায়নিকের তীব্র দুর্গন্ধ ছিল। যারা সেখানে যাচ্ছে, তাদেরই মাথা ঘুরছে। পুলিশ ব্যাপারটি তদন্ত করছে।”
পাশের বাজিতপুর উপজেলার আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুকান্ত কুমার পাল বলেন, “এ ঘটনায় ব্যাংক থেকে কিছুই হারায়নি। এজেন্ট ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে।”