Published : 15 Nov 2024, 12:52 PM
ভোলার চরফ্যাশনে চালকলে বয়লার মেশিন বিস্ফোরণ হয়ে এক কারিগর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার ভোররাতে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত মুন্নী রাইসমিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহত মো. আল-আমীন (৩৫) ওই ইউনিয়নের চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে।
বিস্ফোরণে আহত হয়েছেন মনির মুন্সি (৪৫) এবং ফিরোজ (২৫)।
এদের মধ্যে মনির মুন্সি রাইসমিলটির মালিক ও একই গ্রামের শাহজাহান মুন্সির ছেলে। আর ফিরোজ নিহত আল-আমীনের ভাই, তারা দুজন চালকলটিতে কারিগর হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার সারারাত তারা তিনজন কারখানাটিতে কাজ করছিলেন। হঠাৎ করে ভোররাতের দিকে মিলটিতে আগুন লেগে যায়। এসময় বয়লার মেশিন বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই আল-আমীনের মৃত্যু হয়।
আহত অবস্থায় ফিরোজ এবং মনিরকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
ওসি মিজানুর আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখবে।