Published : 05 May 2025, 06:22 PM
বরিশাল নগরে নকল প্রসাধনীসহ আটক তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়।
সোমবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. শাহরুখ আলম শান্তুনু তাদের এই দণ্ড দেন বলে জানান বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ছগির হোসেন।
এর আগে নগরের পোর্ট রোড এলাকার আবাসিক হোটেল ‘সি প্যালেস’ থেকে তাদের আটক করা হয় বলে জানান তিনি।
দণ্ডিতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. রইছ মিয়ার ছেলে মো. শফিক (৩০), একই এলাকার মনু মিয়ার ছেলে শাহজামাল (৩০) এবং ফিরোজ মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৮)।
ডিবির পরিদর্শক ছগির হোসেন বলেন, গোপন খবর পেয়ে ‘সি প্যালেস’র ২১১ নম্বর কক্ষ থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে শ্যাম্পু, ক্রিমসহ ১২ ধরনের ১৭০টি প্রসাধনী পণ্য পাওয়া যায়। তাৎক্ষণিক পরীক্ষা করে পণ্যগুলো নকল প্রমাণিত হয়।
তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে পাশাপাশি শাহজামালকে পাঁচ হাজার, হৃদয়কে তিন হাজার এবং শফিককে দুই হাজার টাকা জরিমানা করেন বলে জানান ছগির হোসেন।
পরে জব্দ করা নকল প্রসাধনী সামগ্রী ধ্বংস করা হয় বলে জানান ডিবির এই কর্মকর্তা।