Published : 10 May 2024, 07:29 PM
সিলেটে শিশু সাংবাদিকতায় দিনব্যাপী ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সিলেট নগরীর মির্জা জাঙ্গালস্থ নির্ভানা ইনে ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।
দিনব্যাপী এ কর্মশালায় সিলেটের ১০ শিশু সাংবাদিক অংশগ্রহণ করে।
এতে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র।
কর্মশালায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার বলেন, “এটি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভালো একটি উদ্যোগ। তাদের ধন্যবাদ জানাই।”
কর্মশালায় অংশ নেওয়া শিশু সাংবাদিকের উদ্দেশে তিনি বলেন, “তোমরা যারা এখানে নতুন শিশু সাংবাদিক হয়েছ; তোমাদের লেখা থেকে আমরা নতুন আইডিয়া পেতে পারি। সব শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষায় থাকে না। তাই তোমাদের এ রকম প্রশিক্ষণে অংশ নিয়ে দক্ষতা বাড়াতে হবে।”
তিনি বলেন, “আজকের এই কর্মশালা তোমাদের ভবিষ্যতের জন্য একটা বেইজমেন্ট। এই কর্মশালা থেকে যা শিখবে তা কাজে লাগালে অনেক দূর এগিয়ে যাবে। এ কর্মশালা শুধু তোমাদের সাংবাদিক হতে সাহায্য করবে না, এটি তোমাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলবে।”
কর্মশালার শুরুতে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক ও প্রশিক্ষক সাদিক ইভান স্বাগত বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী।
তিনি বলেন, “শিশুদের মত প্রকাশ করার সুযোগ করে দিয়েছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। আমাদের আগামীর প্রজন্ম তোমাদের হাত ধরে এগিয়ে যাবে। মানুষের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হল স্বপ্ন দেখা। তোমাদেরও স্বপ্ন দেখতে হবে বড় হওয়ার; আর এই প্রশিক্ষণ তোমাদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“পত্র-পত্রিকার পাতায় আমি সবসময় শিশুদের পাতা পড়ি। সেখানে ছাপা বাচ্চাদের মজার-মজার গল্প আমাকে খুব আনন্দ দেয়; তোমরাও পড়বে।”
কর্মশালায় অংশ নেওয়া শিশুদের বিকালে শুভেচ্ছা জানাতে আসেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি লবীব আহমদ।
শিশু সাংবাদিক তাজুল ইসলাম ছামির সঞ্চালনায় কর্মশালায় শিশুদের অভিভাবকরাও ছিলেন।