Published : 17 May 2024, 06:53 PM
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার আটগ্রামের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ।
নিহত ১২ বছর বয়সী রেদোয়ান আহমদ ওই গ্রামের মাসুক আহমেদের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানায়, শুক্রবার বেলা ১টার দিকে বাবার সঙ্গে রেদোয়ান ও তার আরেক ভাই বাড়ির পাশে মাছ ধরতে যায়। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাত রেদোয়ানের শরীরে আঘাত করে।
পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।