Published : 22 May 2025, 08:20 PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক মো. হযরত আলী পদত্যাগ করেছেন। নিয়োগের তিন সপ্তাহের মাথায় পদত্যাগ করলেন তিনি।
বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন কুয়েটের উপ-রেজিস্ট্রার আবদুর রহমান।
এর আগে উপাচার্যের পদত্যাগ ও নতুন উপাচার্য নিয়োগের দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষক সমিতি। এ সময় শিক্ষার্থীদের একটি দল একাত্মতা প্রকাশ করেন।
সবশেষ সোমবার দাপ্তরিক কাজে ঢাকায় যাওয়ার কথা বলে ক্যাম্পাস ছেড়েছিলেন উপাচার্য হযরত আলী।
এর আগে ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে কুয়েটে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল তৎকালীন উপাচার্য মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে সরিয়ে দেয় সরকার।
এরপর ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তবে ওই সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচারিক প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগে শিক্ষকরা আন্দোলনে নামেন। এ ঘটনায় কর্মবিরতির পর প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকার ঘোষণা দেয় কুয়েট শিক্ষক সমিতি।
শিক্ষকদের অভিযোগ, সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার কারণে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যাচ্ছে না। যার ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।
এদিকে তিন মাস ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সেশনজট বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কুয়েটের সাড়ে সাত হাজার শিক্ষার্থী।
কুয়েট: অচলাবস্থা কাটেনি, ক্লাসে ফেরেননি শিক্ষকরা
কুয়েট ভিসি-প্রোভিসির অব্যাহতির প্রক্রিয়া ‘শেষ হয়নি’, পদত্যাগ নিয়ে ধোঁয়াশা
কুয়েট ক্যাম্পাসে উল্লাস, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা