Published : 23 May 2025, 05:08 PM
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের ১০ দিন পর বাঁশঝাড়ের ভেতর থেকে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বহরা ইউনিয়নের মনতলা কলেজের পশ্চিমদিকে দিঘীরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহত ফারুক মিয়া (৪০) ওই ইউনিয়নের আফজালপুর গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে।
নিহতের ছেলে আতিকুল বলেন, গত ১৩ মে থেকে তার বাবা নিখোঁজ। সেদিন বাড়ি থেকে বের হওয়ার পর মনতলা বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন । পরদিন এ বিষয়ে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করেন তারা।
এর মধ্যে শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন দিঘীর পাড় এলাকার একটি বাঁশঝাড়ে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বাবার মরদেহ শনাক্ত করে।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে।
“মরদেহটি অর্ধগলিত। ফলে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা স্পষ্ট নয়।”
সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।