Published : 30 Jun 2025, 08:26 PM
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার কড্ডার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন জানান।
গ্রেপ্তাররা হলেন, বেলকুচি উপজেলা রাজাপুর গ্রামের রবিন কুমার কর্মকার (৩২) এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়ার তৌফিক সরকার বাবু (৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় টাঙ্গাইলের ভূয়াপুরের বাসিন্দা ও বেলকুচি চালা এলাকার ভাড়াটিয়া বাপ্পি ওরফে পান্না (৪০) পালিয়ে যায়। বাপ্পি নিষিদ্ধঘোষিত সর্বহারা দলের সক্রিয় সদস্য। তিনি ২০২৩ সালের মে মাসে আত্মসর্মপণ করেছিলেন।
ওসি একরামুল হোসাইন বলেন, রবিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ তিনটি মামলা বিচারাধীন। তিনজন একসঙ্গে চুরি, ছিনতাই ও ডাকাতি করতেন।
এ ঘটনায় এসআই শারফুল ইসলাম তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। বিকালে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।