Published : 11 Jun 2025, 01:51 PM
সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ঈদের ছুটিতে এক দর্শনার্থীর সঙ্গে অসদাচরণ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা পরবর্তী কাছাবাড়িতে হামলার পরেই এমন সিদ্ধান্ত এসেছে।
কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বলেন, “অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে।”
এর আগে ৮ জুন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে যান। সেখানে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
পরে ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ ওঠে।
রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থীকে মারধর: বিক্ষোভ শেষে অডিটোরিয়াম ভাঙচুর
ওই ঘটনার স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১০ জুন তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এরপর মিছিল থেকে একদল উত্তেজিত জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং এক পরিচালককে মারধর করেন।
এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল এবং শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে কাছারিবাড়িতে হামলার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান।