Published : 26 Oct 2024, 08:46 PM
রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির অধীন সিলেটের তিনটি চা বাগানের শ্রমিকরা সাত সপ্তাহ ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন।
শনিবার দুপুরে ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন লাক্কাতুরা চা বাগানের সামনে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয় বলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু গোয়ালা জানান।
তিনি বলেন, সিলেটে এনটিসি মালিকানাধীন লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা বাগানে সাত সপ্তাহ ধরে শ্রমিকদের বেতন বন্ধ রয়েছে। বেতনের দাবিতে শ্রমিকেরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করছেন। এর আগেও চা শ্রমিকেরা আরও দুইদিন মানববন্ধন করেছেন।
“কিন্তু কর্তৃপক্ষ আমাদের কিছু জানাচ্ছে না। শ্রমিকরা খেয়ে না খেয়ে আজ ছয় দিন ধরে কর্মবিরতিও পালন করছেন।”
মানববন্ধনে চা শ্রমিক কৃষ্ণ গোয়ালা বলেন, “সাত সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না। এজন্য অবরোধ করেছি। এখনও মালিক কিংবা কর্তৃপক্ষ কেউই খোঁজ নিচ্ছে না যে কীভাবে আমাদের চা-শ্রমিকেরা আছে। এই সাত সপ্তাহ বেতন-ভাতা ছাড়া আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে কীভাবে চলছি, তা ওপরওয়ালা জানেন।”
তিনি বলেন, “কখন আমাদের মালিকরা সাত সপ্তাহের বেতন দেবে, এই আশায় রয়েছি। যার কারণে আজ এই আন্দোলন করছি। রাস্তায় নামার পরও কেউ যোগাযোগ করছে না আমাদের সঙ্গে। আরও দু-তিনদিন এভাবে আন্দোলন করব। যদি এর মধ্যে তারা আমাদের বেতন-ভাতা না দেন, তাহলে আমরা রাজপথে নামব।”
ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, “আমাদের টাকা না থাকায় শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারছি না। আমরা কৃষি ব্যাংকে ঋণের জন্য আবেদন করেছি। আশা করছি, সেখান থেকে টাকা পেলে আমরা তাদের বেতন-ভাতাদি দিতে পারব। এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে।”