Published : 12 May 2025, 03:06 PM
যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে; যার বাজার মূল্য ৩২ লাখ ১৩ হাজার টাকা বলে ভাষ্য বিজিবির।
জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কম্বল, চকলেটসহ বিভিন্ন খাদ্যসা এবং কসমেটিক্স সামগ্রী রয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
বিজিবি জানায়, রোববার বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল।
এ সময় ভারতীয় শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার খাদ্য এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা বলে জানায় বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
ভবিষ্যতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।