Published : 22 Sep 2024, 02:14 PM
কুয়াকাটায় সমুদ্র সৈকত ভ্রমণ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ফরিদপুরের নগরকান্দায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু।
রোববার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নড়াইল মুখী অংশের নগরকান্দা উপজেলার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই এম এ নোমান।
নিহতরা হলেন- তিতাস শেখ (১৮) ও উৎস মোল্লা (১৭)। তাদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়। এর মধ্যে তিতাস ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে ও উৎস মোল্লা বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাতে এসআই নোমান বলেন, উৎস মোল্লা তার বন্ধু তিতাস শেখকে নিয়ে মোটরসাইকেলে পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে সমুদ্র সৈকত ভ্রমণ শেষে রোববার তারা বাড়ি ফেরার জন্য রওয়ানা হন।
“পথে নগরকান্দার কান্দি এলাকায় নড়াইলমুখী সড়কে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার উপর পড়ে যায়। এতে দুইজনই ঘটনাস্থলে নিহত হন।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।