Published : 04 Jun 2025, 04:26 PM
রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার বেলা ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা জানান।
নিখোঁজ দীপেন চাকমা রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
দীপেনের দাদু সঞ্চয় চাকমা বলেন, “দীপেন দুপুরে রাজবন বিহারে ঘাট থেকে চক্রপাড়া যাওয়ার জন্য বোটের অপেক্ষা করছিল। বোট আসতে দেরি হওয়ায় সে তার তিন বন্ধুর সঙ্গে সাঁতরে পার হতে গিয়ে হ্রদের মাঝখানে তলিয়ে যায়।
“তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। এছাড়াও জাল টেনে উদ্ধারের কাজ করছি।”
রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা বলেন, “আমাদের ডুবুরিরা খাগড়াছড়িতে একটা উদ্ধারের কাজে গেছে। তারা এখনও ফিরতে পারেনি। চট্টগ্রাম থেকে ডুবুরি দল এনে উদ্ধারের কাজ চালানো হচ্ছে।”