Published : 05 Jun 2025, 04:14 PM
রাঙামাটির কাপ্তাই হ্রদ সাঁতরে পার হতে গিয়ে ডুবে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমার মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেলা শহরের রাজবাড়ী ঘাট এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী জানান।
মৃত ১৬ বছর বয়সী দীপেন চাকমা রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং জেলা শহরের রাজদ্বীপ এলাকার মহেশ্বর চাকমার ছেলে ছিল।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী বলেন, “বুধবার বেলা ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ি এলাকায় রাজবন বিহারঘাট থেকে রাজদ্বীপ যাওয়ার জন্য তিন বন্ধুর সঙ্গে সাঁতরে কাপ্তাই হ্রদ পার হচ্ছিলেন দীপেন চাকমা। পথে হ্রদের মাঝখানে তলিয়ে যায় সে।
“বুধবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার হদিস পায়নি ডুবুরিরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান স্থগিতের পর বৃহস্পতিবার সকালে আবারও শুরু হয়। এরপর হ্রদ থেকে দীপেনের লাশ উদ্ধার করা হয়।”