Published : 25 Jun 2025, 08:43 PM
তিন দিন পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবার মাইন বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশি এক যুবকের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে মিয়ানমার সীমান্তে উপজেলার জারুলিয়াছড়ি বিওপির ৪৬-৪৭ পিলারের ৪০০ মিটার দূরে এ ঘটনা ঘটে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাশরুরুল হক।
আহত ওমর মিয়া (২৫) কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা প্রয়াত আব্দুল হাফেজর ছেলে।
ওসি মাশরুরুল হক বলেন, সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখল করা অংথ্রাবে ক্যাম্প এলাকায় তাদের পুঁতে রাখা একটি ল্যান্ড মাইন বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওমর মিয়ার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার হাসাপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
আহত যুবক দীর্ঘদিন ধরে মিয়ানমারে চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের বরাতে জানিয়েছেন ওসি মাশরুরুল হক।
এর আগে ২২ জুন সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন যায়। এ নিয়ে গেল এক বছরে মাইন বিস্ফোরণে অন্তত দশ জনেরও বেশি আহত হয়েছেন।