Published : 24 Jun 2025, 11:02 AM
নিয়োগবিধি সংশোধন, গ্রেড উন্নীতকরণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্টেন্ট এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখা।
কর্মসূচিতে এসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দুলন চন্দ্র দেব বলেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিকেল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন।
তিনি বলেন, দ্রুত তাদের দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রয়োজনে তারা সেবা প্রদানও বন্ধ রাখবেন।
এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান ও জেলা কমিটির নেতা আতাউর রহমান।