Published : 10 May 2025, 07:40 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পরীক্ষার কেন্দ্রে সহপাঠীদের খাতা দেখাতে না দেওয়ায় মারধরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগে করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে র্যাবের একটি দল ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে বলে মামলার তদন্ত কর্মকর্তা বেলকুচি থানার এসআই সাইফুল ইসলাম জানান।
তিনি বলেন, শনিবার সকালে আসামিকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার মো. সাকিব (২০) বেলকুচি উপজেলার নাড়ামুড়ি গ্রামের রঞ্জিত হোসেনের ছেলে।
এসআই সাইফুল ইসলাম আরো বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
গত ১৭ এপ্রিল এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে কয়েক সহপাঠী খাতা দেখে পরীক্ষা দিতে চাইলে পরীক্ষার্থী ইমন তাতে রাজি হয়নি। এ ঘটনার জেরে ১৮ এপ্রিল পাশের বেলকুচি উপজেলার দৌলতপুর নতুনপাড়ায় ডেকে নিয়ে ইমনকে মারধর করা হয়। এতে ইমনের মাথার বাম পাশের খুলি ভেঙে যায়। তাকে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে গেলে আবারো সে অসুস্থ হয়ে পড়ে। এরপর ফের তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ এপ্রিল ভোরে ইমনের মৃত্যু হয়।
এ ঘটনায় ২৭ এপ্রিল নিহতের বাবা ইমদাদুল হক বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে বেলকুচি থানায় হত্যা মামলা করেন।