Published : 27 Mar 2025, 08:28 PM
ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলাতে এবং যানজট নিরসনে গাজীপুর সিটি করপোরেশন ১০০ অতিরিক্ত জনবল নিয়োগ করেছে। বৃহস্পতিবার সকাল থেকে ঈদের চাঁদ রাত পর্যন্ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা কাজ করবেন।
এ ছাড়া রোজার ঈদ উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গাজীপুর মহানগর পুলিশের অনুরোধে যানজট নিয়ন্ত্রণে ১০০ জন স্বেচ্ছাশ্রমী নিয়োগ দেওয়া হয়েছে। তারা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে।
এর আগে, চলতি বছরের ৬ জানুয়ারি গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান এক স্মারকের মাধ্যমে যানজট নিরসনে অতিরিক্ত জনবল চেয়ে আবেদন করেন।
গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হওয়ায় এখানে বিসিক শিল্প নগরী, বেক্সিমকো ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন, মাইওয়ানসহ প্রায় আড়াই হাজার শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন লাখো শ্রমিক ও সাধারণ মানুষ চলাচল করায় নগরীতে যানজট তীব্র আকার ধারণ করে।
ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট মহাসড়কের পাশাপাশি চট্টগ্রাম-উত্তরবঙ্গ বাইপাস সড়কেও এর ব্যাপক প্রভাব পড়ে।
এ ছাড়া, চলমান ১৯ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্পের কাজ যানজটের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের নতুন ১০০ জন জনবল নিয়োগের ফলে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।
৫০০ টাকা কেজি গরুর মাংস
রোজার ঈদ উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন প্রথমবারের মতো স্বল্প আয়ের নাগরিকদের জন্য স্বল্পমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার নগরীর আটটি জোনে ১১টি গরু জবাই করে প্রতিজনকে ৫০০ টাকায় এক কেজি মাংস দেওয়া হয়।
সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “বাজারে মাংসের উচ্চমূল্যের কারণে নিম্নবিত্ত মানুষের পক্ষে মাংস কেনা কঠিন হয়ে ওঠেছে। তাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি জানান, প্রতিটি পরিবার সর্বোচ্চ এক কেজি মাংস কেনার সুযোগ পেয়েছে। এ উদ্যোগের আওতায় ২৬ রমজানে ১১টি পয়েন্টে পাঁচ থেকে ছয় মণ ওজনের ১১টি গরু জবাই করে মাংস বিতরণ করা হয়েছে।