Published : 05 Dec 2024, 06:52 PM
পটুয়াখালীতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মাহাতাব চৌধুরী জানান, বুধবার রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসআই মাহাতাব বলেন, “গত ৩০ মে ২৬ নম্বর চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহ তার অফিস কক্ষে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণীর নয় বছরের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।
“এ ঘটনায় ১ জুন রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোসাদ্দেককে আসামি করে ওই মেয়ের মা মামলা দায়ের করেন। ওই মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”
রাঙ্গাবালী থানার ওসি মো. এমারৎ হোসেন বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন ওই শিক্ষক।”