Published : 20 May 2024, 11:57 PM
বজ্রপাতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের ক্ষতির পর বিমান চলাচল ব্যাহত হয়েছে। তবে সংস্কার করার পর সেখানে বিমান চলাচল স্বাভাবিক হয়।
রোববার রাতে বজ্রপাতে বিমানবন্দরের রানওয়ের দক্ষিণ দিকের কিছু অংশ ফেটে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সোমবার দুপুর ১২টা পর্যন্ত বিমান ওঠানামায় বিঘ্ন ঘটে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, “বজ্রপাতে রানওয়ের ক্ষতিগ্রস্ত স্থানগুলোর সংস্কার কাজ চলাকালীন সকাল ৮টার দিকে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ড্যাশ-৮ বিমানটি আসে। সেটি চাকা অন্য বিমানের চাকার চেয়ে বড় ছিল। তাই রানওয়েতে অবতরণের উপযোগী ছিল না। দুর্ঘটনার আশঙ্কা ছিল। এজন্য ওই বিমানটি ফিরিয়ে দেওয়া হয়।”
তবে অন্য বিমানের অবতরণ স্বাভাবিক ছিল জানিয়ে ব্যবস্থাপক বলেন, “সংস্কার কাজ শেষে দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমানটি অবতরণ করানো হয়। বর্তমানে বিমানবন্দরের রানওয়ে স্বাভাবিক রয়েছে, বিমান চলাচলও স্বাভাবিক।”
সুপ্লব ঘোষ বলেন, বিমানবন্দরে বজ্রনিরোধক ব্যবস্থা চালু আছে। এরপরেও কেন বজ্রপাত পড়ে রানওয়ে ক্ষতিগ্রস্ত হলো সে বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলা হবে।