Published : 12 Mar 2025, 12:44 AM
সিলেটে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ফজরের নামাজের পর খাদিম এলাকার ছড়াগাও চা বাগানে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
তিনি বলেন, "কয়েকজন লেগুনা ড্রাইভার ও হেলপার ভোরে মেয়েটিকে শাহপরাণ মাজার এলাকা থেকে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটায়। আটক দুজন ধর্ষণের কথা স্বীকার করেছে।”
গ্রেপ্তার দুইজন হলেন- শাহপরাণ এলাকার মোহাম্মদ রাকিব মিয়া (২৫) এবং ড্রাইভার আব্দুর রহিম।
ধর্ষণের শিকার তরুণীর বোন সাংবাদিকদের বলেন, তার বোন ‘মানসিক ভারসাম্যহীন’। চার দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান।
"কয়েকজন মিলে আমার বোনকে ধর্ষণ করেছে। পরে এক মেম্বার তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে। ডাক্তার স্যালাইন দিয়েছে।”
সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, "একট ধর্ষণের অভিযোগ এসেছে। ভুক্তভোগী নারীর কাছ থেকে বিষয়টি মৌখিকভাবে জেনেছে পুলিশ। আমরা এটা নিয়ে কাজ করছি। মেয়েটাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”