Published : 22 May 2024, 01:51 AM
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের একজন।
মঙ্গলবার দিনভর ভোটের পর মঙ্গলবার রাতে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ফলাফলে দেখা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মুন্নী আক্তার। তৃতীয় লিঙ্গের এই প্রার্থী সেলাই মেশিন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৩ হাজার ৭৬৮ ভোট।
মুন্নী আক্তার দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের বাসিন্দা। ছয় ভাই বোনের মধ্যে মুন্নী দ্বিতীয়।
এ উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ছয় প্রার্থী। তাদের মধ্যে মুন্নীর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।
দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (ঘোড়া), পেয়েছেন ৩০ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান সোলাইমান হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ২৫ হাজার ৮৯৮ ভোট।