Published : 20 Feb 2025, 07:29 PM
পাবনা সাঁথিয়া উপজেলায় কুপিয়ে এক যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে একদল লোক।
বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান।
আহত আশরাফুল ইসলাম (৩২) সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আশরাফুলের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মারামারিসহ ৯টি মামলা রয়েছে।
ওসি সাইদুর রহমান বলেন, টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়ে ছিলেন আশরাফুল। এ সময় কয়েকজন লোক এসে তার ওপর হামলা করে এবং কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
“আশরাফুল পরোয়ানাভুক্ত আসামি; তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।