Published : 27 Feb 2024, 09:13 PM
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্মাণাধীন নালা থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় খুলিটি উদ্ধার করে বলে টঙ্গী পূর্ব থানার এসআই আশরাফুল ইসলাম জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানায়, টঙ্গী স্টেশন রোড এলাকায় সিডিএল ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাশে নির্মাণাধীন নালায় এলাকাবাসী মানুষের মাথার একটি খুলি দেখতে পান। তখন সেখানে পথচারীরা ভিড় জমান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ গিয়ে খুলিটি উদ্ধার করে।
আশরাফুল ইসলাম জানান, খুলিটি নারী নাকি পুরুষের তা বোঝা যায়নি। খুলির মুখের উপরের পাটিতে ১৩টি দাঁত আছে, মাথার মগজ থেকে রক্ত মিশ্রিত তরল পদার্থ বের হচ্ছিল।
ওই থানার আরেক এসআই সাফায়ত উল্লাহ জানান, খুলিটি উদ্ধার করার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। খুলির ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত মেলেনি।
অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এসআই সাফায়েত উল্লাহ।