পৌষের শেষ দিনে কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জবুথবুর দেশ। সারা দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে সূর্যের দেখা তেমন একটা মিলছে না। সন্ধ্যার পরেই নেমে যাচ্ছে তাপমাত্রার পারদ। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। অব্যাহত এই শীতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তরা ভিড় করছেন হাসপাতালে। সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের পাশাপাশি কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এ সময়টায় যতটা সম্ভব ঘরের ভেতর থাকা এবং শরীরকে সব সময় গরম রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি সব সময় গরম খাবার খাওয়া, গরম পানি পান করার কথা বলছেন তারা।
রংপুর নগরীতে প্রচণ্ড ঠান্ডায় আগুন পোহাচ্ছেন এক বৃদ্ধ।