Published : 18 Dec 2024, 08:29 PM
বাড়ি করার জন্য প্রশাসনের কাছ থেকে জমি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আতিকুর রহমানের স্ত্রী ও সন্তানরা।
বিজয় দিবসের দিন সোমবার আতিকুরের স্ত্রী-সন্তানদের হাতে বাড়ি করার জমির কাগজপত্র তুলে দিয়েছে বরিশালের হিজলা উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, “আতিকুরের পরিবারকে দেওয়া জমি একটি ভিপি সম্পত্তি। প্রতি বছর মাত্র ৬০ টাকা দিয়ে নবায়ন করলেই হবে। জমিতে টিনসেড বিল্ডিং করাসহ ফসল উৎপাদন করতে পারবেন। জমির আগের বকেয়া উপজেলা প্রশাসন পরিশোধ করেছে। তাদেরকে জমিটি বিনামূল্যে দেওয়া হয়েছে।”
আতিকুর রহমান (৩৪) বরিশালের হিজলা উপজেলার খুন্না বাজার এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি ইংরেজি দৈনিকে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে চাকরি করতেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকার শনির আখরা এলাকায় থাকতেন। তাদের পাঁচ বছরের মেয়ে এবং তিন বছরের ছেলে আছে।
আতিকুরের স্ত্রী মহুয়া (২৩) বলেন, তার স্বামী ৫ অগাস্ট বেলা ১১টার দিকে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। তার সন্ধানে ঢাকার ১৫/১৬টি হাসপাতালে গিয়েছেন তিনি। অবশেষে ওইদিন রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে স্বামীর লাশ পান।
মহুয়া বলেন, “আমার স্বামীর মাথায় গুলি ছিল। কোথায় ও কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তা কেউ জানাতে পারেননি।”
পরদিন আতিকুরের লাশ নিয়ে হিজলা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। নিজের কোনো ভিটেমাটি না থাকায় তাকে অন্যের জমিতে দাফন করা হয়।
মহুয়া বলেন, “নিজেদের কোনো বাড়ি নেই। ছেলেমেয়েকে নিয়ে থাকার জন্য একটি ঘরের প্রয়োজন। তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক স্যারের কাছে জমি চেয়েছিলাম। তিনি খুন্না বাজারের পাশে তিন শতাংশ জমির ব্যবস্থা করে দিয়েছেন।”
জুলাই ফাউন্ডেশন থেকে দেওয়া টাকায় ওই জমিতে একটি ঘর করে সন্তানদের নিয়ে থাকবেন বলে জানান মহুয়া। তিনি এখন বাবার বাড়িতে আছেন। এই জমি পেয়ে তিনি খুশি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ভবিষ্যতেও আতিকুর রহমানের স্ত্রী ও সন্তানের পাশে থাকবে প্রশাসন।