Published : 15 May 2025, 04:54 PM
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাঠবাহী ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি ২ নম্বর রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান।
নিহতরা হলেন- বাঘাইছড়ি ইউনিয়নের বড় কচুছড়ি এলাকার বাসিন্দা নোওচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (২৫) ও লেত্তো উদো চাকমা (৩০)। এর মধ্যে নোওচান চাকমা নিবারণ চাকমার আপন ভগ্নিপতি।
আহতরা হলেন- সুমন চাকমা, সোহেল চাকমা, দোলনেয়ে চাকমা। এর মধ্যে দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উগলছড়ি এলাকার স্থানীয় বাসিন্দা প্রিয় বিকাশ চাকমা ও কিটন চাকমা জানান, হতাহতরা সবাই শ্রমিক।
বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ছয় চাকার একটি মালবাহী ট্রাক্টর উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।