Published : 07 May 2025, 12:23 PM
সুনামগঞ্জ পৌর শহরে মাতলামিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ‘মাদকাসক্ত’ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের নতুনপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম।
নিহত মো. আল মোবিন (৫৫) স্থানীয় বাসিন্দা শামছুল হকের ছেলে। একসময় তিনি পূর্ব তেঘরিয়ায় বসবাস করলেও পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে নতুনপাড়ায় বসবাস করছিলেন।
গ্রেপ্তার হৃদয় বণিক (৩০) একই এলাকার রবি বণিকের ছেলে।
এলাকাবাসীর অভিযোগ, হৃদয় চিহ্নিত মাদকাসক্ত যুবক। প্রায়ই নির্মাণাধীন ভবনের ছাদে বসে নেশা করতো এবং গালিগালাজসহ অসামাজিক আচরণ করতো।
স্থানীয়দের বরাতে ওসি আবুল কালাম বলেন, মঙ্গলবার বিকালে হৃদয় একাই ভবনের ছাদে অবস্থান করছিল। এ সময় মোবিন তাকে মাতলামি করতে দেখে প্রতিবাদ করেন এবং মাতলামি করতে নিষেধ করেন।
“এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় মোবিনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ছুরি দিয়ে তাকে আঘাত করে। গুরুতর আহত মোবিন মাটিতে পড়ে গেলে হৃদয় আরও কয়েকবার তাকে ছুরিকাঘাত করে।”
আশপাশে খেলা করা কয়েক শিশু এ দৃশ্য দেখে মোবিনের পরিবারকে খবর দেয়।
পরে স্থানীয়রা মোবিনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক সুয়েব আহমদ বলেন, “আমার বোনের স্বামীর সঙ্গে এলাকাবাসীর সুসম্পর্ক ছিল। এমন নির্মম হত্যাকাণ্ডে আমরা শোকাহত ও বিস্মিত। আমরা খুনির ফাঁসি চাই।”
হৃদয়ের চাচা রকি বণিক বলেন, “হৃদয়ের মাদক গ্রহণের অভ্যাস আছে। পরিবারের পক্ষ থেকে চেষ্টা করেও তাকে রিহ্যাবে ভর্তি করা সম্ভব হয়নি।”
সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, হৃদয়ের নামে থানায় চুরি-মাদকসহ একাধিক মামলা আছে। ঘটনার পরপরই তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং নতুনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।