Published : 22 Jun 2025, 10:44 AM
কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ২ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিকালে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত উদ্ধার অভিযান শেষে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।
শনিবার রাত সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কুষ্টিয়া শহরের পৌর বাজারে একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এ সময় ১৩ হাজার ৮৪৪ কেজি অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি সাত লাখ ৬৬ হাজার টাকা।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য কর্মকর্তা এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সদস্যদের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী বলেন, “সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু মানুষ এসব অবৈধ কারেন্ট জাল ও নেট জাল ব্যবহার করে খাল-বিল, নদী-নালার সব প্রজাতির প্রাকৃতিক মাছের রেনুপোনা পর্যন্ত নির্বিচারে ধ্বংস করে দিচ্ছে। তাই দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান চালিয়ে অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। ”
প্রাকৃতিক জলাধারের এসব মৎস্য সম্পদ সুরক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলেও জানান এই মৎস্য কর্মকর্তা।