Published : 27 Apr 2025, 08:36 PM
বরগুনায় দুই শিশুকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস আসামির উপস্থিতিতে এ ঘোষণা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রনজুয়ারা সিপু জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইলিয়াস পাহলান (৩৫) সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া গ্রামের বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ৩ অগাস্ট রাতে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব গুদিঘাটা গ্রামের বাবার বাড়িতে তিন বছর বয়সি মেয়ে তাইফা ও ১০ বছর বয়সি প্রতিবেশীর ছেলে হাফিজুল নিয়ে ঘুমিয়ে ছিলেন রিগান। গভীর রাতে ভগ্নিপতি ইলিয়াস ঘরে প্রবেশ করে শ্যালিকা রিগানকে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় রিগান বাঁধা দিয়ে চিৎকার করলে তাইফা ও হাফিজুলের ঘুম ভেঙে যায়। তখন তারাও চিৎকার করলে ইলিয়াস ঘরে থাকা বাংলা দা দিয়ে হত্যার উদ্দেশ্যে তিনজনকে কুপিয়ে জখম করে।
তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পুলিশ ইলিয়াসকে গ্রেপ্তার করে।
পরে ইলিয়াসকে একমাত্র আসামি করে সদর থানায় মামলা করেন তার শ্যালক রিপন সরদার। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে ধর্ষণ চেষ্টায় ১০ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, রিগানকে কুপিয়ে জখমে আরও ১০ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও হত্যা মামলায় মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রয় করে আদায়ের পর রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক।
আসামি পক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, “আমি সাধ্যমতো মামলা পরিচালনার চেষ্টা করেছি। আসামি জেল কোড অনুযায়ী হাইকোর্টে আপিল করতে পারবেন।”