Published : 26 Sep 2022, 12:27 AM
ঝালকাঠির রাজাপুরে স্বামীর ঘরে খাটের নিচ থেকে কাঁথায় প্যাঁচানো এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নারীর স্বামীকে আটক করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মিলবাড়ীবাজার সংলগ্ন মঠবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান।
নিহত গৃহবধূ (২৫) ওই এলাকার হাচান হাওলাদারের স্ত্রী ও ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।
মো. হাচান হাওলাদারকে (৩০) পালিয়ে যাওয়ার সময় উপজেলার নৈকাঠি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ আটক করে। হাচান পেশায় একজন দিনমজুর।
সবুর হোসেন, মেহেদি হাসানসহ স্থানীয়রা জানান, হাচান মাদকাসক্ত; মাদকের টাকার জন্য প্রায়ই তিনি তার স্ত্রীকে মারধর করতেন।
হাচানের ছোট ভাই আট বছর বয়সী রমজান জানায়, রোববার দুপুরে খালে গোসল শেষে এসে ঘরের খাটের নিচে তার ভাবির লাশ কাঁথায় মোড়ানো অবস্থায় দেখতে পায় সে। এ সময় বড় ভাইকে খাটের পাশেই বসে থাকতে দেখে রমজান।
হাচানের পাশের ঘরের মো. বাহারুল হাওলাদার জানান, বিষয়টি জানার পর তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। তবে কী কারণে ‘হাচান’ তার স্ত্রীকে খুন করেছেন তা নিশ্চিত করে বলতে পারেনি এলাকাবাসী।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, হাচানকে আটক করা হয়েছে; মৃতের গলায় দাগ আছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।