Published : 12 May 2024, 11:19 PM
সৈয়দপুর বিমানবন্দরে রানওয়ের নিচে (আন্ডারগ্রাউন্ডে) বৈদ্যুতিক ক্রটি দেখা দেওয়ায় সন্ধ্যার পর আর ফ্লাইট ওঠানামা করেনি; অন্তত তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টা পর সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ শর্ট সাকির্টের কারণে সন্ধ্যা থেকে রানওয়ে বন্ধ থাকার কথা বলেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনোভাবে বিমানবন্দরের রানওয়ের আন্ডারগ্রাউন্ডে শর্ট সার্কিট হয়েছে। এজন্য ফ্লাইট ওঠানামা বন্ধ আছে। আমরা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি।"
বাতিল হওয়া তিন ফ্লাইটই সৈয়দপুর থেকে ছেড়ে আসার কথা ছিল। এরফলে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েন ঢাকাগামী প্রায় দুইশ যাত্রী।
উত্তরের এ বিমানবন্দরে সাধারণত রাত ১০টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা করে।
এয়ারলাইন্সগুলোর তথ্য অনুযায়ী, এদিন সন্ধ্যা ৬টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট রয়েছে।
অপরদিকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট বাতিল করা হয়। তবে তা যাত্রী সংকটের কারণে বলে জানিয়েছেন নতুন এয়ারলাইন্সটির জনসংযোগ শাখার উপ-ব্যবস্থাপক সাকিব শুভ।
তিনি বলেন, তাদের ফ্লাইটটি ত্রুটিজনিত কারণে নয়, বরং যাত্রীসংকটের কারণে বিকালেই মার্জ করা হয়েছে।
রাত সাড়ে ১১টা পর্যন্ত এ সমস্যার সমাধান হয়নি। বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব বলেন, শর্ট সার্কিটের কারণে বৈদ্যুতিক বিভ্রাট হওয়ায় রানওয়ের ল্যান্ডিং সিস্টেমের বাতি জ্বলছে না। ফলে রানওয়ে দেখা না যাওয়ায় সন্ধ্যার পর থেকে ফ্লাইট ওঠানামা সম্ভব হচ্ছে না।