Published : 01 May 2025, 01:35 PM
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে এক নারী খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে বলে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান।
নিহত ফজিলা খাতুন (৪৫) ওই এলাকার জালাল উদ্দিনের স্ত্রী।
এ ঘটনার পর থেকে ফজিলার মেয়ের জামাই মো. মনির মিয়া (৩০) পলাতক রয়েছেন। পেশায় রাজমিস্ত্রি মনির একই এলাকার সেলিম মিয়ার ছেলে।
স্থানীয়রা বলেছেন, রাতে মনিরের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয়ে বাকবিতণ্ডা চলছিল। এক পর্যায়ে মনির ঘর থেকে চলে যান। পরে রাত আড়াইটার দিকে মনির আবার ফিরে এসে তার চার বছরের ছেলে রোহান মিয়াকে নিয়ে যেতে চান। এ সময় স্ত্রী রুমার সঙ্গে তার আবার কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে মনির তার হাতে থাকা একটি ছুরি দিয়ে স্ত্রীর ওপর আক্রমণ করেন। এ সময় শাশুড়ি ফজিলা খাতুন বাধা দিলে মনির ছুরি দিয়ে তার তলপেটের বামদিকে আঘাত করেন এবং এলোপাতাড়ি কোপাতে থাকেন।
পরে স্থানীয় লোকজন দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত রুমা আক্তার চিকিৎসাধীন রয়েছেন।
ওসি কামাল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।”