Published : 04 Oct 2024, 09:38 PM
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২২ কিলোমিটার এলাকায় সৃষ্ট যানজট ১৪ ঘণ্টা পর দূর হয়েছে।
শুক্রবার ভোর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয় বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ নান্নু খান জানান।
ভোরে এ মহাসড়কের কালিহাতী উপজেলার লিংক রোড এলাকায় দুর্ঘটনায় চারজনের প্রাণ যায়। এ দুর্ঘটনা ও বৃষ্টির জেরে যানজটের শুরু।
পুলিশ জানায়, মহাসড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপ এবং ভাড়ি বর্ষণ থাকায় দুর্ঘটনার পর বাস ও ট্রাক অপসারণে কিছুটা সময় লেগে যায়। ফলে এ যানজটের সৃষ্টি হয়।
রাতে ওসি মোহাম্মদ নান্নু খান বলেন, “বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস এলাকা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছিল। এখন তা স্বাভাবিক হয়েছে।”
আরও পড়ুন:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট
টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১০