Published : 26 Jun 2025, 12:13 AM
নরসিংদী রেল স্টেশনের কাছে জিরো পয়েন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির প্রাণ গেছে।
বুধবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানিয়েছেন।
নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এসআই জহিরুল বলেন, রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। মুখে দাঁড়ি, বয়স ৬০/৬৫ হতে পারে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।