Published : 04 Jun 2025, 06:17 PM
ঈদের আগে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা সীমান্তে চোরাকারবারিদের আনাগোনা বেড়েছে। এই দুই সীমান্ত দিয়ে চোরাইপথে আনা কোটি টাকার বেশি ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার মধ্যরাতে দুই সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, টি-শার্ট ও বেশকিছু গরু জব্দ করা হয় বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, গোপন খবর পেয়ে বিজিবির নিয়মিত টহল দল ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্তের কয়েকটি পয়েন্টে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় পণ্য ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশি করে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, টি-শার্ট ও ১৭৩টি গরু জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য এক কোটি সাত লাখ ৬০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
জব্দ করা মালামাল ফেনী কাস্টমস ও শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
তিনি বলেন, ছয় মাসে সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ কোটি টাকার ভারতীয় পণ্য ও গরু জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সেইসঙ্গে চিহ্নিত চোরাকারবারিদের তালিকা করে যৌথবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের আটকের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।