Published : 05 May 2025, 06:40 PM
নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীর চরে হাঁসের খামারে কাজ করার সময় এক কিশোরের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার হারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান।
নিহত মাহাবীর (১৬) ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
আহত মাহবুব হোসেন বাবু (৪০) একই গ্রামের বাসিন্দা। তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ওসি এনায়েতুর রহমান বলেন, দুপুরে মাহাবীর ও বাবু চরের উপর হাঁসের খামারে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মাহাবীর মারা যায়।
এ ছাড়া আহত বাবুকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।