Published : 05 Jun 2025, 01:24 PM
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে কভার্ড ভ্যানে গরুবোঝাই একটি ট্রাকের ধাক্কার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম।
নিহত বিল্লাল মণ্ডল (৬৫) কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার কাঞ্চনপুর এলাকার আজম আলি মণ্ডলের ছেলে।
এ দুর্ঘটনায় আহত দুজন ট্রাকের আরোহী বলে পুলিশ জানালেও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
ওসি জহিরুল ইসলাম বলেন, “গরুবোঝাই ট্রাকটি একটি কভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই বিল্লাল নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।”
“খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।”
আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান জানান এ পুলিশ কর্মকর্তা।