Published : 25 May 2025, 01:06 PM
যশোর সদর উপজেলায় ‘খুঁচিয়ে-কুপিয়ে হত্যা’ করা এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ইজিবাইক ছিনতাই অথবা পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
রোববার সকালে সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে ব্র্যাক অফিসের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সাজিয়ালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রউফ।
নিহত সেলিম রেজা ডাবলু (৬৫) চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ বলেন, শনিবার রাতে সেলিম রেজা ডাবলু ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফিরে যাননি। সকালে চুড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ সময় ইজিবাইকটি পাওয়া যায়নি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেন, “ভোরে পুলিশ একটি মৃতদেহ নিয়ে আসে। দেখা যায় তার মাথা থেকে পা পর্যন্ত খুঁচিয়ে-কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পেটের ভুড়ি পর্যন্ত বেরিয়ে এসেছে।”
নিহতের ছোট ভাই শাহীন বলেন, “ছিনতাই করার উদ্দেশ্য হলে ছিনতাইকারীরা দুই-চারটি চাকু মেরে ইজিবাইক নিয়ে যাবে। কিন্তু দুর্বৃত্তরা সেটি না করে মাথায়, বুকে, পেটে, দুই পায়ে এবং পিঠে একাধিক ছুরিকাঘাত করেছে। হত্যার উদ্দেশ্যেই তাকে এভাবে আঘাত করা হয়েছে।”
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করেছে। ইজিবাইক ছিনতাই ছাড়াও পূর্ব কোনো শত্রুতা জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ওসি আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হত্যার মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে।