Published : 23 May 2025, 11:59 PM
প্রধান উপদেষ্টার পদ থেকে সরে না দাঁড়াতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
শুক্রবার লক্ষ্মীপুরের দক্ষিণ তেমুহনী এলাকায় এক সম্মেলনে তিনি বলেন, “কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না, যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে; ভারতের প্রত্যেকটি জনগণ হাসবে; মোদী সরকার খিলখিল করে হাসতে থাকবে।
“বরং আপনি এমন সিদ্ধান্ত নেন, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে; স্বাধীনতা উপভোগ করবে। আমরা ভারতের জিঞ্জিরায় আবদ্ধ ছিলাম। তাদের পরানো জিঞ্জির থেকে আমরা মুক্ত হতে চাই।”
শুক্রবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে ইসলামী যুবদলের সদর উপজেলার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এ অনুষ্ঠান হয়।
সেখানে ফয়জুল করীম বলেন, “আমরা গুঞ্জন শুনেছি, ইউনুস সরকার পদত্যাগ করবেন। ইউনুস সরকারকে বলব, ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছে করে বসেননি; সেখানে জনগণ আপনাকে বসিয়েছে।
“সেখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নেই। যারা বসিয়েছে তাদের অনুমতি ছাড়া; তাদের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ছাড়া আপনি ইচ্ছে করলেই সেখান থেকে চলে যাবেন, এটা শান ও মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না।”
তিনি বলেন, “জনগণ আপনাকে বসিয়েছে, জনগণের ইচ্ছাতেই আপনি নামতে পারবেন; তার আগে আপনি নামতে পারবেন না।”